21 C
আবহাওয়া
৮:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে নিহতের সংখ্যা ৪৬০ এ উন্নীত

মিয়ানমারে নিহতের সংখ্যা ৪৬০ এ উন্নীত

মিয়ানমারে নিহতের সংখ্যা ৪৬০ এ উন্নীত

বিএনএ, বিশ্ব ডেস্ক :  সোমবার মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে ২০বছর বয়সী এক কিশোর নিহত  ও বেশ কয়েকজন আহত হয়েছে। এর আগে গত শনিবার এক দিনেই সেনা ওপুলিশের গুলিতে ১১৪জন বিক্ষোভকারী মারা যায়।

১ফেব্রুয়ারি সামরিক জান্তা ক্ষমতা দখল করার পর হতে জান্তা বিরোধী আন্দোলনে সোমবার পর্যন্ত দেশটিতে ৪৬০জনকে গুলি করে হত্যা করেছে দেশটির সেনা ও পুলিশ সদস্যরা। খবর বার্তা সংস্থা এএনআই’র।

রাজনৈতিক বন্দীদের সহযোগিদের সংগঠন(এএপিপি) এ পর্যন্ত ৪৬০জন নিহতের তথ্য নিশ্চিত করেছে।

সোমবার ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। সেখানকার বাসিন্দারা জানান, পুলিশ ও সেনা সদস্যরা সব সময় এলোপাতাড়ি গুলিবর্ষন করে চলেছে। আবাসিক এলাকা কিংবা রেডক্রিসেন্ট কর্মী কোন কিছুই বাছবিচার করছে না।

সোমবার কাচিন ও সাগাইন রিজিয়নে ব্যাপক বিক্ষোভ হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্টি নিয়ন্ত্রিত প্রদেশ ‘কাচিন’ এ মিয়ানমারের সেনা সদস্যরা সোমবারও বিমানযোগে গোলাবর্ষন করেছে। মিয়ানমারের কেন্দ্রীয় শহরগুলোতে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও সমথ|র্করা বিক্ষোভ অব্যাহত রেখেছে।

বিএনএনিউজ২৪/এসজিএন

 

 

 

Loading


শিরোনাম বিএনএ