21 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নিজের গল্প নিয়ে হাজির তানজিন তিশা

নিজের গল্প নিয়ে হাজির তানজিন তিশা

তিশা

বিনোদন ডেস্ক: এ সময়ের অভিনয়শিল্পীরা নিজেরাই গল্প বলা শুরু করেছেন। অপূর্ব, মেহজাবিন আগেই নিজেদের গল্প ভাবনায় কাজ করেছেন। এবার সে তালিকায় নাম লেখালেন তানজিন তিশা।

সম্প্রতি মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘হাউজ নং ৬৯’ নামে এনটিভিতে প্রচার চলতি একটি ধারাবাহিক নাটকের জন্য নির্মিত বিশেষ সাত পর্বে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে এই সাত পর্বে কাজের মেয়ের চরিত্রে তানজিন তিশাকে দেখা যাবে। ধারাবাহিকটির গল্পও এ অভিনেত্রীর।

এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, সময়ের সঙ্গে মানুষের চিন্তাভাবনা বদলায়। আমাকে পরিচালক বলেছেন এটি একটি বিল্ডিংয়ের গল্প। তখনই মাথায় আসে প্রত্যেক বাসায় একজন কাজের বুয়ার বিশেষ ভূমিকা থাকে। সেই ভাবনা শেয়ার করলে পরিচালক সেটা নিয়ে বিশেষ সাত পর্ব নির্মাণ করেন। গল্পটার শেষে একটা টুইস্ট আছে। আমার বিশ্বাস আমার অভিনীত বিশেষ সাতটি পর্ব দর্শকের ভীষণ ভালো লাগবে।

এই বিশেষ পর্বগুলো আগামী ৩১ মার্চ থেকে প্রচার শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ