20 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » মা হচ্ছেন শ্রেয়া

মা হচ্ছেন শ্রেয়া

শ্রেয়া

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। গত ৪ মার্চ মা হচ্ছেন বলে সুখবর দিয়েছিলেন। সেদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, আমাদের সন্তান শ্রেয়াদিত্য আসছে। আপনাদের সঙ্গে খবরটি ভাগাভাগি করতে পেরে শিলাদিত্য ও আমি খুবই শিহরিত। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য।

এবার শ্রেয়া প্রকাশ করলেন নিজের বেবি বাম্পের ছবি। ক্যাপশনে লিখেছেন, জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটাচ্ছি। একটা মিরাকেল অনুভব করছি। শ্রেয়ার এই ছবি দেখে আপ্লুত গোটা দেশ। নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন শ্রেয়াকে। অন্যদিকে, বিনোদন জগতের মানুষেরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি হিন্দু রীতি মেনে বিয়ে করেন শ্রেয়া ও শিলাদিত্য। বিয়েতে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। শিলাদিত্য শ্রেয়ার ছোটবেলার বন্ধু। বিয়ের আগে ১০ বছর ধরে প্রেম করেছিলেন দুজন।

২০০২ সালে সঞ্জয় লীলা বনশালির ‘দেবদাস’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক শ্রেয়ার। ওই সিনেমায় পাঁচটি গান গেয়েছিলেন তিনি। ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’ এবং ‘ডোলা রে ডোলা’ শিরোনামের সেই গানগুলো আজও জনপ্রিয়। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক জনপ্রিয় এবং ভালোলাগার সব গান উপহার দিয়ে যাচ্ছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার