14 C
আবহাওয়া
১১:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » শেষ মুহূর্তের গোলে জিতল স্পেন

শেষ মুহূর্তের গোলে জিতল স্পেন

স্পেন

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ-২০২২ এর ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে স্পেন। রোববার রাতে শেষ মুহূর্তের গোলে তারা ২-১ ব্যবধানে হারিয়েছে জর্জিয়াকে। স্পেনের বিপক্ষে জর্জিয়ার এই ম্যাচ দেখতে বরিস পাইচাদজে ডিনামো স্টেডিয়ামে ১৫ হাজার দর্শক হাজির হয়েছিল। ম্যাচের ৩২ মিনিটে গোল করে তাদের উল্লাসের উপলক্ষ এনে দেন জর্জিয়ার খিভিচা কুভরাসকেলিয়া। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জর্জিয়া।

বিরতির পর ৫৬ মিনিটে গোল শোধ দেন স্পেনের ফেরান তোরেস। এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) স্পেনের দানি ওলমো দূরপাল্লার শট নেন। সেটিতে জর্জিয়ার গোলরক্ষক লোরিয়া হাতও লাগান। কিন্তু রুখতে পারেননি। বল ক্রসবারের নিচ দিয়ে জালে আশ্রয় নেয়। তাতে অন্তিম মুহূর্তের গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট সংগ্রহ করে বাছাইপর্বের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে স্পেন। সমান ম্যাচ থেকে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারায় জর্জিয়া অবস্থান করছে টেবিলের তলানিতে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ