25 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » এমবাপের পেনাল্টি মিসের পরও ফ্রান্সের জয়

এমবাপের পেনাল্টি মিসের পরও ফ্রান্সের জয়


বিএনএ ডেস্ক:কাতার বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে শুরুতে হোঁচট খেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। রোববার (২৮ মার্চ) তারা ঘুরে দাঁড়ালো। কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস হলেও ‘ডি’ গ্রুপের ম্যাচে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা।

ইউক্রেনের সঙ্গে ১-১ গোলের ড্রর ম্যাচে খেলা দলে ৯টি পরিবর্তন নিয়ে কাজাখস্তানের বিপক্ষে দল সাজান দিদিয়ের দেশম। ওই ম্যাচ খেলা উগো লরিস ও আতোঁয়ান গ্রিয়েজমান কেবল ছিলেন। একাদশে থেকে যুদ্ধ পরবর্তী সময়ে ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ৪৫ ম্যাচে টানা খেলার কীর্তি গড়েন গ্রিয়েজমান। দ্বিতীয়ার্ধে করা তার গোল অফসাইডের কারণে বাতিল হয়।

প্রথমার্ধেই দুটি গোল পেয়ে যায় ফ্রান্স। কাজাখস্তানের মাঠে ১৯ মিনিটে অ্যান্থনি মার্শালের পাস থেকে দলকে এগিয়ে নেন উসমান দেম্বেলে। বিরতির খানিকক্ষণ আগে দেম্বেলের কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান কাজাখস্তানের খেলোয়াড় সার্জি মালি।

দ্বিতীয়ার্ধে আরও ব্যবধান বাড়াতে পারতো ফ্রান্স। স্বাগতিক গোলকিপার আলেক্সান্দার মোকিন তা হতে দেননি। দেম্বেলে ও বদলি নামা এমবাপেকে দারুণ দক্ষতায় আটকে দিয়েছেন। এমনকি তাকে পরাস্ত করতে পারা যায়নি পেনাল্টি থেকেও। এবারও মালি সর্বনাশ ডেকে এনেছিলেন বক্সের মধ্যে এমবাপেকে ফাউল করে। ৭৫ মিনিটে পিএসজি স্ট্রাইকারের শট ঠেকান মোকিন, নিচু হয়ে আসা বলটি বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে আটকান তিনি।

এমবাপেকে হতাশ করলেও ফ্রান্সের জয় আটকাতে পারেনি কাজাখস্তান। আগামী ৩০ মার্চ বাছাইয়ের তৃতীয় ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার মাঠে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Loading


শিরোনাম বিএনএ