14 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে কিশোরের আত্মহত্যা

রাজধানীতে কিশোরের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর আমবাগ পূর্ব রাজাবাজারের বাসায় গলায় ফাঁস দিয়ে ইয়াসিন হোসেন বিজয় (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের। সে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানায়, বিজয় বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গলায় ফাঁস নেয়। পরে পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত বিজয় শরীয়াতপুর ডামুড্যা সদরের মো. আব্দুল কাদেরের ছেলে।

বিজয়ের ভাই মো. রাজা বলেন, ‘পারিবারিক কলহের জেরে দুপুরের দিকে আমার ছোট ভাই নিজের রুমে গিয়ে গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে ছিল । বিষয়টি আমরা জানতে পেরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে জানায় আমার ভাই বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।’

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ