31 C
আবহাওয়া
১০:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৫
Bnanews24.com
Home » সয়াবিনের দাম আরও কমলো

সয়াবিনের দাম আরও কমলো

দাম কমল সয়াবিন তেলের

বিএনএ,  ঢাকা: সয়াবিনের দাম আরও কমেছে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি)। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভোজ্যতেল তৈরির মূল উপকরণটির মূল্য গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ইতোমধ্যে বিশ্ববাজারে সয়াবিনের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এরই মধ্যে আরও রপ্তানি বাড়িয়েছে বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিল। কারণ, দেশটিতে রেকর্ড পরিমাণ উৎপন্ন হয়েছে। ফলে চাপে পড়েছে পণ্যটির বৈশ্বিক বাজার।

আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের সরবরাহ মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। প্রতি বুশেলের দাম স্থির হয়েছে ১১ ডলার ৪০ সেন্টে। আগের দিন (বুধবার, ২৮ ফেব্রুয়ারি) যা ছিল বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। আর গত সোমবার বুশেলপ্রতি দাম নিষ্পত্তি হয়েছিল ১১ ডলার ৩৪ সেন্টে।

বিশ্বখ্যাত কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান এপিসোড থ্রি’র বিশ্লেষক এন্ড্রৃ হোয়াইট ল’ বলেন, দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ (ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে প্রভৃতি) থেকে বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ফলে পণ্যটির বৈশ্বিক মূল্য হ্রাস পাচ্ছে। আমরা আশা করছি, আগামী দিনে এ ধারা অব্যাহত থাকবে।

চলতি মৌসুমে ব্রাজিলে সর্বমোট ১৫৯ মিলিয়ন মেট্রিক টন সয়াবিন উৎপাদন হতে পারে। গত বছরের যা রেকর্ডের কাছাকাছি। প্রতিবেশী আর্জেন্টিনাতেও বাম্পার ফলনের প্রত্যাশা করা হচ্ছে। তাতে পণ্যটির আন্তর্জাতিক বাজার চাপে রয়েছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ