17 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ৩৩ বছর আগের খুনের মামলা, দু’জনের ফাঁসির আদেশ

৩৩ বছর আগের খুনের মামলা, দু’জনের ফাঁসির আদেশ

চিন্ময়ের জন্য পুলিশের ওপর হামলা, ৮ আসামি রিমান্ডে

বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামে ৩৩ বছর আগের খুনের মামলায় দুজনকে ফাঁসির আদেশ  দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী সোমবার(২৯ জানুয়ারি) বিকেলে এই রায় দেন। ফাঁসির আদেশ পাওয়া দুই আসামি হলেন মো. ওছমান ও নুরুজ্জামান।

আদালত সূত্র জানায়, ১৯৯১ সালের ২৪ জুন চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা গ্রামের হাঁড়িপাড়া এলাকায় ঘরের ভেতর ঢুকে আজিজুর রহমানকে ছুরিকাঘাতে খুন করা হয়। এই ঘটনায় নিহত ব্যক্তির ভাই আবদুল নবী বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় অভিযোগপত্র দেয়। এতে বলা হয়, পূর্ববিরোধের জেরে আসামিরা আজিজুরকে খুন করেন। আসামিরা তাঁর প্রতিবেশী।

১৯৯৩ সালের ১০ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।দুই আসামি পলাতক রয়েছে। আদালত তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ