21 C
আবহাওয়া
৬:১৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ জলসীমায় ২৮ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় ২৮ ভারতীয় জেলে আটক

বাংলাদেশ জলসীমায় ২৮ ভারতীয় জেলে আটক

বিএনএ, খুলনা : ট্রলার নিয়ে বাংলাদেশে জলসীমায় অবৈধভাবে মাছ ধরতে ঢোকা ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমার সুন্দরবন উপকূলের পূনীডাউন এলাকা হতে তাদের আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। এসময় দুইটা ট্রলারও আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, আটককৃতদের শুক্রবার রাতে মামলা দিয়ে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

ভারতীয় ট্রলার দুটিতে বিপুল পরিমাণ মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিলামে বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে মোংলা থানা পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, দুপুরে কোস্টগার্ড সদস্যরা টহল দেয়ার সময় বিসিজিএল স্বাধীন বাংলায় করে বাংলাদেশ জলসীমায় সুন্দরবন উপকূলের গভীর সাগরে দুটি ভারতীয় ফিশিং ট্রলারকে মাছ ধরতে দেখতে পায়। পরে কোস্টগার্ড সদস্যরা এগিয়ে গিলে ভারতীয় ট্রলার দুটি পালিয়ে যাবার চেষ্টা করে। তাদের ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ