17 C
আবহাওয়া
৯:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক অভিযানে দুটি বেকারীকে জরিমানা

রাজধানীতে পৃথক অভিযানে দুটি বেকারীকে জরিমানা

রাজধানীতে পৃথক অভিযানে দুটি বেকারীকে জরিমানা

বিএনএ, ঢাকা : রাজধানীর কেরানীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযানকালে একটি প্রসাধনী তৈরির কারখানা থেকে ২ কোটি টাকার মূল্যের নকল ও ভেজাল মালামাল জব্দ এবং দুটি বেকারীকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত বিএসটিআই এর সহায়তায় র‌্যাব-২ এই আদালত পরিচালনা করে। নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পলাশ কুমার বসু।
এএসপি মো. আবদুল্লাহ আল মামুন শুক্রবার বলেন, কেরানীগঞ্জ এলাকায় সাইনবোর্ড বিহীন মার্ক-৩ টয়লেট্রিজ লিমিটেড নামক একটি প্রসাধনী তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দেখা যায়, সেখানে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে প্রসাধনী সামগ্রী উৎপাদন, বিভিন্ন প্রতিষ্ঠিত ব্রান্ডের নাম ব্যবহার করে ভেজাল প্রসাধন সামগ্রী তৈরী ও মেয়াদোর্ত্তীণ পণ্যের মেয়াদের তারিখ পরিবর্তন করে বাজারজাত করা হচ্ছে। এসব অপরাধে প্রতিষ্ঠানের প্রোডাকশন ম্যানেজার আসলাম (৫০), ডেলিভারী ম্যান তপু দেকে (৩১) কে ২৫গ ধারায় বিশেষ ক্ষমতা আইনে কেরানীগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করাসহ উক্ত প্রতিষ্ঠানকে সীলগালা ও অনুমানিক ২ কোটি টাকার নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ প্রসাধন সামগ্রী জব্দ করা হয়।
তিনি বলেন, বুধবার ব্যাটলিয়নের উদ্যোগে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং বিএসটিআইর সহায়তায় মোহাম্মদপুরের কাটাসুর এলাকার রুহি বিস্কুট এন্ড ব্রেড বেকারী এবং বিসমিল্লা ব্রেড এন্ড বেকারীতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় বিএসটিআইর মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, অননুমোদিত রং ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পঁচা, নষ্ট উপাদান দিয়ে খাবার উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
বিএনএনিউজি/এসকেকে, জেবি

Loading


শিরোনাম বিএনএ