26 C
আবহাওয়া
১১:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে তৈরি হচ্ছে অস্ত্র : এক নারী গ্রেফতার

চট্টগ্রামে তৈরি হচ্ছে অস্ত্র : এক নারী গ্রেফতার

চট্টগ্রামে তৈরি হচ্ছে অস্ত্র : এক নারী গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের বংশালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার স্বামী নেজাম খান পালিয়ে যায়। মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান সেখানে অস্ত্র তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, নগরীর আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই কারখানায় অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মেহেরুন নেসা মুক্তা ও তার স্বামী নেজাম খান ওই কারখানায় অস্ত্র তৈরি করতেন। নেজাম খান পালিয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। তাকে ধরা গেলে তাদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কী না জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

অস্ত্র উদ্ধারের ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ