21 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিতে জিপ, শিশুসহ নিহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনিতে জিপ, শিশুসহ নিহত ৩

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৯

মেডিকেল প্রতিবেদক: রাজধানীতে নিয়ন্ত্রণ হারানো জিপ গাড়ির চাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার সংলগ্ন যাত্রীছাউনিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইয়াসিন (৯), উজ্জ্বল পান্ডে (২৬) ও আরমিনা (২৭)। এ সময় আহত হয়েছেন ইয়াসিনের বাবা মো. সুমন (৩৫)।

নিহত তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ল্যান্ড ক্রুজার প্রাডো জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীছাউনিতে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াসিন নামে এক শিশু। এ সময় আহত হয়েছেন ইয়াসিনের বাবা মো. সুমন (৩৫)।

আহতদের প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

জিপ গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়েছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানান এসআই মোশারফ।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় ঢামেক নিয়ে আসা হয়। এদের মধ্যে উজ্জল নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আহত আরমিনাও চিকিৎসাধীন অবস্থায় ১২টার পর মারা যান এবং সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক।

বিএনএনিউজ/আহা/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ