32 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৫
Bnanews24.com
Home » মেট্রোরেলের চালক আফিজা যা বললেন

মেট্রোরেলের চালক আফিজা যা বললেন


বিএনএ, ঢাকা : মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নিজেই যাত্রী হলেন মেট্রোরেলের। সে যাত্রায় চালক ছিলেন মরিয়ম আফিজা।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে মেট্রোরেলে প্রধানমন্ত্রীকে নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছানোর পর এক প্রতিক্রিয়ায় মরিয়ম আফিজা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের অংশ হতে পেরে দারুণ আনন্দিত।

তিনি বলেন, নারীরা সব খাতে এগিয়ে যাচ্ছে, কোথাও পিছিয়ে নেই। মেট্রোরেলের প্রথম চালক হতে পেরে এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমিও আনন্দিত। মরিয়ম আফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২ নভেম্বর ডিএমটিসিএল-এ নিয়োগ পান মরিয়ম। দক্ষ চালক হিসেবে নিজেকে তৈরি করার জন্য তিনি টানা এক বছর প্রশিক্ষণ নিয়েছেন। চট্টগ্রামের হালিশহরে অবস্থিত রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমি থেকেও দুই মাস বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পরে ঢাকায় ফিরে আরও চার মাস প্রশিক্ষণ নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ