25 C
আবহাওয়া
১:১২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ ঢাকা: অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আইনী কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মানবিক দিক বিবেচনায় তার দণ্ডাদেশ স্থগিত করে বাসায় বা দেশে চিকিৎসার সুযোগ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের আরও বলেন, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার একটি চিঠি দিয়েছেন। এতে ইতোমধ্যে আইনমন্ত্রী মতামত দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয় তা পর্যালোচনা করছে। প্রয়োজন পড়লে অন্য কোনো জায়গা থেকে পরামর্শ  নেয়া হবে। বিষয়টি নিয়ে আরও  কথা বলতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আইনমন্ত্রীর পর্যবেক্ষণ অনুযায়ী বিএনপি নেত্রীর বিদেশে চিকিৎসার সুযোগ নেই। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। পর্যবেক্ষণটি এখন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে  কিছুদিন সময় লাগবে। আইন মন্ত্রণালয়ের মতামত বিশ্লেষণ শেষে দ্রুত সরকারের সিদ্ধান্ত আবেদনকারীদের জানানো হবে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

উল্লেখ্য, লিভার সিরোসিস ছাড়াও আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগতে থাকা খালেদা জিয়াকে গত ১৩ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসার জন্য ৭৭ বছর বয়সী বিএনপি প্রধানকে বিদেশে নিতে তার পরিবার সরকারের কাছে আবেদন করে আসছে। সবশেষ গত ১১ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার। সেই আবেদনটি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবেদনের বিষয়ে আইনি মতামত দিয়ে ফের সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। পাশাপাশি খালেদা জিয়ার নেতৃত্বাধীন দল বিএনপিও একই দাবিতে নানা কর্মসূচি পালন করছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ