বিএনএ,ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘আউটকাম বেসড্ এডুকেশন কারিকুলাম’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর সম্মেলন-কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. এম. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান এবং কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি আমাদের একাডেমিক পড়াশোনার মানকে যতটা উপরে নিয়ে যাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেনো ‘আউটকাম বেসড্ এডুকেশন কারিকুলাম’ অ্যাডাপ্ট করতে পারে এজন্য কাজ করছি। তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু এ সীমাবদ্ধতাগুলো নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন বিভাগের ডিন এবং সভাপতিবৃন্দ।
বিএনএনিউজ২৪.কম/তারিক/এনএএম