18 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » পরীক্ষামূলকভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলেন নোবিপ্রবি শিক্ষার্থী

পরীক্ষামূলকভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলেন নোবিপ্রবি শিক্ষার্থী

পরীক্ষামূলকভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলেন নোবিপ্রবি শিক্ষার্থী

বিএনএ, নোবিপ্রবি : স্নাতকের গবেষণার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে বায়োফ্লক পদ্ধতিতে তেলাপিয়া মাছের চাষ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ রহমান। জানা যায়, চলতি বছরের ৭ জুলাই এ পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন মুরাদ।

স্বল্প পরিসরে মাছ চাষ করে এখন পর্যন্ত তিনি ১৮০ কেজির অধিক মাছ বিক্রি করেছেন। এখনও চলমান রয়েছে তার মাছ চাষাবাদ কার্যক্রম। নতুন এই পদ্ধতিতে মাছের চাষাবাদ দেখতে প্রতিনিয়ত তার বাড়িতে আসছেন স্থানীয়রা।

মুরাদ রহমান জানান, এটি মাছ চাষের পরিবেশবান্ধব একটি পদ্ধতি। আধুনিক এ চাষ পদ্ধতিতে বাড়ির উঠান, বাসার ছাদ বা পরিত্যক্ত জমি ব্যবহার করে স্বল্পপরিসরে, অল্প পুঁজিতে কমপক্ষে অধিক মাছ উৎপাদন সম্ভব।

তিনি আরো জানান, বাণিজ্যিকভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করলে দেশের মাছ উৎপাদন আরো বৃদ্ধি পাবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে দেশ। চাকরির পেছনে না ছুটে অর্ধশিক্ষিত, অল্পশিক্ষিত তরুণ-তরুণীরা এ পদ্ধতি গ্রহণ করে মাছ চাষ করে বেকারত্ব দূর করাসহ লাভবান হতে পারে।

বিএনএনিউজ২৪.কম/

Loading


শিরোনাম বিএনএ