20 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » মহেশখালীতে ৫ জলদুস্য আটক

মহেশখালীতে ৫ জলদুস্য আটক


বিএনএ, মহেশখালী : কক্সবাজারের মহেশখালী সোনাদিয়া থেকে ৫ জলদস্যুকে আটক  করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বন্দুক ও রাম দা উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে সোনাদিয়ার পূর্ব-পশ্চিম পাড়ার বরইতলা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালের তাদেরকে আটক করা হয় ৷

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই।

আটকরা হলেন – সোনাদিয়ার মাহমুদের ছেলে মো. রাসেল (৩২), মাতারবাড়ী নতুন বাজারের নুরুল হোসনের ছেলে ওয়াজ উদ্দিন (২৭), মাতারবাড়ী মিয়াজির পাড়ার আবুল হোসনের ছেলে মো. সাগর (২৫), মাতারবাড়ী সাইরার ডেইলের আবুল হোসনের ছেলে আব্দুল মালেক (৩৫) ও কক্সবাজার সদরের নাজিরাটেকের টেকপাড়ার মিয়া হোসেনের ছেলে মো. শহিদ।

ওসি জানান, গত ২২ ডিসেম্বর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারে ডাকতির সময় জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ সহ ১৫জন আহত হয় এবং নগদ টাকা, মাছসহ মূল্যবান জিনিস পত্র ডাকাতি করে নিয়ে যায়। এর পরে জলদস্যুদের ধরতে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়। অবশেষে পুলিশ তাদেরকে সোনাদিয়ায় সাগরে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ আটক করে করতে সক্ষম হয়।

তাদের বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র ও সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ