26 C
আবহাওয়া
৫:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন তরুণ

প্রধানমন্ত্রীকে এসএমএস করে কম্পিউটার পেলেন তরুণ


বিএনএ, কুমিল্লা : নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল ফোন নম্বরে এসএমএস করেন কুমিল্লা নগরীর মুগলটুলির বাসিন্দা শাহাদাত হোসেন শাকিল। গত ৭ ডিসেম্বরে পাঠানো মেসেজটি প্রধানমন্ত্রীর নজরে পড়ে। ওই তরুণকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কুমিল্লা জেলা প্রশাসন ৪৫ হাজার টাকার কম্পিউটার দিয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর ওই তরুণের হাতে কম্পিউটার তুলে দেন।

শাহাদাত হোসেন শাকিল জানান, তাদের কোনো ভিটেমাটি নেই। একটি কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না। অন্যের কম্পিউটারে অনলাইনে কাজ করতে গিয়ে ওয়েবসাইটে প্রধানমন্ত্রীর মোবাইল নম্বরটি তার চোখে পড়ে। ওই ওয়েবসাইট থেকে নম্বরটি সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে তিনি ৭ ডিসেম্বর ওই নম্বরে এসএমএস পাঠান। মেসেজ পাঠানোর একদিন পরই তার কাছে ফোন আসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। পরে তার কথা শুনে কম্পিউটার দেওয়া হয়।

উপহার পেয়ে দারুণ খুশী জানিয়ে শাকিল বলেন, দোয়া করি প্রধানমন্ত্রী যেন সুস্থ ও ভালো থাকেন।

কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, এই তরুণ তার পরিবারের জীবন নির্বাহের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে তার এই এসএমএসটি। ওয়েবসাইট থেকে সংগ্রহ করে প্রধানমন্ত্রীর সরকারি ফোন নম্বরে তিনি এই এসএমএস করেন। দৃষ্টি আকর্ষণ হওয়ায় প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেন তাকে একটু সহযোগিতা করার জন্য। তাকে আমরা জিজ্ঞাসা করেছি কী সহযোগিতা পেলে তার জীবন সহজ হয়। আমাদের তিনি জানান গ্রাফিক্স ডিজাইনসহ তিনি কম্পিউটারের অনেক কাজ জানেন। তার চাহিদা ছিল যদি একটি কম্পিউটার কিনে দেওয়া হয় তাহলে পরিবারসহ ভালো থাকবেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫ হাজার টাকা ব্যয়ে একটি কম্পিউটার কিনে দেয়া হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ