14 C
আবহাওয়া
৯:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র্যা বের অভিযানে ৩ জেএমবি সদস্য গ্রেফতার

বিএনএ,চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ৩ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার(২৮ ডিসেম্বর) র‌্যাব-৫এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে জনানো হয়,২৭ ডিসেম্বর রাত সোয়া ১২ থেকে রাত আড়াইটা পর্যন্ত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার হাড়াডাং ও মহিশালবাড়ী এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।অন্য আরেকটি দল চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামার জগদইল এলাকায় অভিযান পরিচালনা করে।দুটিস্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য তিন জন হচ্ছে,চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কামর জগদইল এলাকার ইলিয়াস উদ্দিনের ছেলে মো. ইমন আলী ওরফে ইমন (২১), গোদাগাড়ী উপজেলার হারাডাং এলাকার ফানজুর আলীর ছেলে মো. আলী (৩৬) ও একই উপজেলার মহিশালবাড়ি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. হাসান আলী ওরফে হাসান (২৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনএনিউজ/রঞ্জু,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ