বিএনএ, বিশ্ব ডেস্ক : করোনার কারণে আরো এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। একই সঙ্গে স্থল এবং সমুদ্র বন্দর ব্যবহার করেও দেশটিতে এই সময় প্রবেশ নিষিদ্ধ থাকবে। সৌদি প্রেস এজেন্সি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধির আশঙ্কায় ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। সাত দিনের মেয়াদ শেষ হওয়ার শেষ দিনে আরো সাত দিনের জন্য নিষেধাজ্ঞা বৃদ্ধি করা হলো।
এর আগে সৌদি আরবের শীর্ষ বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদির নাগরিক নয়, এমন ব্যক্তিদের দেশত্যাগে ফ্লাইট চালানোর অনুমতি দেবে তারা। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই আদেশ কার্যকর হবে।
গত রোববার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইউরোপীয় ইউনিয়ন বা অন্য যেকোনো দেশ যেখানে নতুন ধরন শনাক্ত হয়েছে, সেখানে থেকে সৌদি আরব আসলে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে থাকতে হবে। আইসোলেশনে থাকা অবস্থাতেই তাদের করোনা টেস্ট করা হবে। এই পরীক্ষা প্রতি পাঁচদিন অন্তর হবে বলেও জানায় তারা।
নতুন নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশি যাত্রী যারা আগে থেকে সৌদি আরব যাওয়ার টিকিট কিনে রেখেছিলেন, বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাচ্ছে তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন।
বিএনএনিউজ/জেবি