14 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

কর্ণফুলীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বিএনএ, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার দত্তপাড়ার চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দত্তপাড়া চরবাচামারা গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে শাপলা (৭) এবং তার ছেলে রহিম (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, শাপলা ও রহিম দুপুরে বাড়ির পাশে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজ না পেয়ে বাড়ির পাশে পুকুরে খোঁজা-খুজি করে সকলে। আধাঘণ্টা পর দুইজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা গেছে। পুকুরের পানিতে দীর্ঘক্ষণ ডুবে ছিল বলে মনে হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ