14 C
আবহাওয়া
৮:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » আইনজীবী সাইফুল হত্যা: আজও চলছে আদালতে কর্মবিরতি

আইনজীবী সাইফুল হত্যা: আজও চলছে আদালতে কর্মবিরতি

আইনজীবী সাইফুল হত্যা: আজও চলছে আদালতে কর্মবিরতি

বিএনএ, ঢাকা: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আজও কর্মবিরতি পালন করছে জেলা আইনজীবী সমিতি। ফলে আদালতের সব ধরনের কার্যক্রম স্থগিত আছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল থেকে আদালত গুলোতে কোনো মামলা পরিচালনা করছেন না আইনজীবীরা।

আদালত সূত্রে জানা যায, এজলাসে কোনো মামলার শুনানি হয়নি। ফলে বিচারিক কার্যক্রমও স্থগিত রয়েছে। তবে আইনজীবীদের চেম্বারে মামলার বিভিন্ন বিষয় নিয়ে আসছেন সাধারণ মানুষ। পূর্বনির্ধারিত আজকের দিনের যেসব মামলার শুনানির কথা রয়েছে, সেগুলোর তারিখ পরবর্তীতে নির্ধারণ করে শুনানি হবে বলে জানান আইনজীবীরা।  চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মতো হত্যাকাণ্ড এর আগে কখনও ঘটেনি। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি তাদের।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম আদালতে আইনজীবীদের সব ধরনের কর্মসূচি স্থগিত রাখার ডাক দেয় জেলা আইনজীবী সমিতি। সেই অনুযায়ী দুদিন ধরে কর্মবিরতি পালন করছেন চট্টগ্রামের আইনজীবীরা।

উল্লেখ্য, গত সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে পুলিশের গোয়েন্দা শাখা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবী নিহত হয়।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ