28 C
আবহাওয়া
১০:০২ অপরাহ্ণ - আগস্ট ৭, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত

বাংলাদেশ আইএমও’র ভাইস-চেয়ার নির্বাচিত


বিএনএ, ঢাকা : যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডনে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-র ৩৩তম অ্যাসেম্বলির প্রথম ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং এর জনসংযোগ ১৭৫টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত মর্যাদাপূর্ণ আইএমও’র সাধারণ পরিষদের সর্বোচ্চ পদের মধ্যে একটিতে ভোট পেয়েছে, যেটি মেরিটাইম শিল্প এবং সরকারের সব ধরণের নিয়ন্ত্রক, আর্থিক, আইনি এবং প্রযুক্তিগত সহযোগিতার বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের জন্য লন্ডনে দ্বিবার্ষিক সম্মেলনে মিলিত হয়।

মঙ্গলবার (২৮ নভেম্বর) লন্ডন থেকে প্রাপ্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইএমও অ্যাসেম্বলির ১৭৫টি বর্তমান এবং ভোটদানকারী সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিদের দ্বারা প্রদত্ত মনোনয়ন এবং ভোটের ভিত্তিতে ভাইস-চেয়ার নির্বাচন করা হয়।

সৌদি আরবের যুবরাজ খালিদ বিন বন্দর আল সৌদ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) হল জাতিসংঘের সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা যেটি বিশ্বব্যাপী সামুদ্রিক সমস্যাগুলোর সাথে নৌপরিবহনের নিরাপত্তা এবং জাহাজের মাধ্যমে সামুদ্রিক ও বায়ুম-লীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে কাজ করে।

আইএমও-র কর্মকান্ড জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যকে সমর্থন করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ শাহজালাল বিমানবন্দরে ১২ কোটি টাকার স্বর্ণ জব্দ ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি সচিব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ঢাকায় ‘নো ফ্লাই জোনে’ ২৬৩ অবৈধ উঁচু ভবন: বেবিচক চেয়ারম্যান ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৮ নির্বাচন পদ্ধতি অনিশ্চিত: ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না! জুলাই আন্দোলনে নিহত ৬ মরদেহ আঞ্জুমান মফিদুলে হস্তান্তর বেরোবির সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ গ্রেপ্তার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে আবারও জলাবদ্ধতা, ভেঙেছে কালভার্ট