28 C
আবহাওয়া
৬:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

ডেঙ্গু ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু

বিএনএ, ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে এক হাজার ৬১০ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ রোগী। তাদের মধ্যে ৭৫৮ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৮১ জন।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিন লাখ ১০ হাজার ৪৬ জন।
বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে তিন লাখ চার হাজার ৮৭৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে তিন হাজার ৫৬৭ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এক হাজারজন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ