বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়িত দেশের প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’- এর ন্যাশনাল রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন।১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩ ) পরিসংখ্যান ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই রিপোর্ট উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
বিবিএস জানিয়েছে, মোট জনসংখ্যার ৬৮ দশমিক ৩৪ শতাংশ গ্রামে এবং ৩১ দশমিক ৬৬ শতাংশ শহরাঞ্চলে বসবাস করে। তবে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
দেশে নারীর সংখ্যা বেশি
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ০০৩ জন, আর নারী রয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। এ ছাড়া দেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।
এরআগে চলতি বছর জুলাইয়ে( ২০২৩) বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে দেখানো হয়েছিল দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
২০০১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১২ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন। ১৯৯১ সালে ছিল ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন।
বিএনএনিউ২৪,এসজিএন