26 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বেড়েছে

ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বেড়েছে

ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধবিরতির মেয়াদ দুই দিন বেড়েছে

বিশ্বডেস্ক : গত শুক্রবার শুরু হওয়া ৪ দিনের যুদ্ধবিরতি শেষ হবার কথা ছিল সোমবার(২৭নভেম্বর)। পরে শেষ মুহুর্তে কাতারের মধ্যস্ততায় ইসরাইল ও ফিলিস্তিন (হামাস) যুদ্ধবিরতির মেয়াদ ২ দিন বাড়াতে সম্মত হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি জানান, আগামী দুই দিনের মধ্যে গাজায় জিন্মি আরও ২০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে হামাস।

গত ৭ অক্টোবর ২০২৩ গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলের দক্ষিণাঞ্চলে প্রতিশোধমূলক হামাস সমর্থকদের হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। এ সময় হামাস ইসরাইল থেকে প্রায় ২৪০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায়।

হামাসের হামলার পর ওইদিন থেকেই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার ইসরাইলের সামরিক বাহিনী। টানা ৪৮ দিন হামলা চালিয়ে গাজার সাড়ে ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল । ইসরাইলের বোমা হামলায় গাজার ঘরবাড়ি, স্কুল কলেজ, হাসপাতাল, শরণার্থী শিবিরসহ হাজার হাজার পাকা স্থাপনা ধ্বংস হয়েছে।

কাতারের মধ্যস্থতায় ৪৮ দিন পর ইসরাইল চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরাইল।

এদিকে বিবিসি জানিয়েছে, সোমবার(২৭ নভেম্বর) গভীর রাতে হামাস তিন বছর বয়সী যমজ শিশুসহ আরও ১১ ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়। এ নিয়ে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির মোট সংখ্যা ৫০ জনেরও বেশি। মুক্তি পাওয়া ইসরাইলি বন্দিদের মধ্যে ফ্রান্স, জার্মানি বা আর্জেন্টিনার দ্বৈত নাগরিকও রয়েছে।

বিনিময়ে ৩৩ ফিলিস্তিনিকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়। তাদের মধ্যে ৩০ জন শিশু এবং তিনজন নারী রয়েছে।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ