বিএনএ , স্পোর্টসডেস্ক : ২৮৬ রানেই গুঁড়িয়ে গেল পাকিস্তানের ইনিংস। একাই ৭ উইকেট নিল তাইজুল। ৪৪ রানের লিড পেল বাংলাদেশ।তবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ২৫ রান জমা করতেই ৪ উইকেট নেই টাইগারদের।
দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারেই সাদমান ও শান্তকে সাজঘরে ফেরান পেসার শাহিন শাহ আফ্রিদি । এক বল ডট দিয়েই পরের বলে শাহিনের দ্বিতীয় আঘাত। মাত্র দুই বল খেললেন নাজমুল হাসান শান্ত। রানের খাতা খোলার আগেই স্লিপে ক্যাচ তুলে দেন শান্ত। আর তা লুফে নিতে ভুল করলেন না আবদুল্লাহ শফিক।
পেসার হাসান আলি।আবার বাংলাদেশ শিবিরে হানা দিলেন । অধিনায়ক মুমিনুল হক শিকার হলেন। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতেও ব্যর্থ হলেন মুমিনুল।
হাসান আলির লেগ মিডল স্টাম্পের লেংথ বল ঠিক মতো খেলতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় মিডউইকেটে। ঝাঁপিয়ে ক্যাচ নেন আজহার আলি।
বিএনএ/ ওজি