18 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২০, ২০২৫
Bnanews24.com
Home » ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেল বার্সা

ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেল বার্সা

ভিয়ারিয়ালের বিপক্ষে জয় পেল বার্সা

বিএনএ ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে পাওয়া ৩-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। লিগের প্রথম ১৩ ম্যাচে একবারও টানা দুই ম্যাচ জিততে পারেনি তারা। অবশেষে ১৪তম রাউন্ডে গিয়ে ব্যাক টু ব্যাক জয়ের স্বাদ পেলো কাতালান ক্লাবটি।

ভালো শুরু করেও মাঝে ছন্দ হারিয়ে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিলো বার্সা। তবে শেষদিকে ভিয়ারিয়ালের ভুলে কাঙ্ক্ষিত জয় নিয়েই মাঠ ছাড়ে জাভির শিষ্যরা।

শনিবার (২৭ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচের ৩২তম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিক ভিয়ারিয়াল। তবে সামনে ফাঁকা জাল পেয়েও হেড লক্ষ্যে রাখতে পারেননি পাও তরেস। ৩৯তম মিনিটে ওয়ান-অন-ওয়ানে দানজুমার শট ঠেকিয়ে জাল অক্ষত রাখেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ফলে গোলশূন্য সমতায়  প্রথমার্ধের বাঁশি বাজে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা। মেম্ফিস ডিপের শট গোলরক্ষক ফেরানোর পর তা ফাঁকায় পেয়ে টোকায় বাকি কাজটা সারেন ডি ইয়ং। ম্যাচের ৭৬তম মিনিটে বার্সা ডিফেন্ডারদের ভুলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। দলকে সমতায় ফেরান নাইজেরিয়ার উইঙ্গার স্যামুয়েল।

এরপর কাতালান ক্লাবটিকে চাপে রাখে ভিয়ারিয়াল। তবে ম্যাচের ৮৮তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে স্বাগতিকরা। ডিফেন্ডারের ব্যাকপাস গোলরক্ষক পর্যন্ত পৌঁছানোর আগেই তা পেয়ে যান ডিপে। সেখান থেকে গোল করতে ভুল করেননি এই ডাচ ফরোয়ার্ড।

ম্যাচের শেষের দিকে ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফিলিপে কৌতিনহো। প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। সেখান থেকেই ব্যবধান ৩-১ এ নিয়ে যান ব্রাজিলিয়ান এই ফুটবলার।

লা লিগায় ১৪ ম্যাচে বার্সেলোনার এটি ষষ্ঠ জয়। সঙ্গে পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান করছে তারা। ১৬ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে ভিয়ারিয়াল। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
দেশে বিনিয়োগের আহবান জানাতে সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা রিসোর্টে ১৬ প্রেমিক যুগল আটক, বিয়ের চাপ পাহাড়ে অবৈধ বসবাসকারীদের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ  পরিবেশ দূষণবিরোধী অভিযানে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান, জরিমানা জলবদ্ধতা নিরসনে চট্টগ্রাম মহানগরীর খালগুলোকে স্বাভাবিক গতিপথে রাখতে হবে-পানি সম্পদ উপদেষ্টা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান জানুয়ারিতে ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৩ কোটি টাকা সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মেয়র শাহাদাত