21 C
আবহাওয়া
৪:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » কাকরাইলে গাড়ি ভাঙচুর

কাকরাইলে গাড়ি ভাঙচুর


বিএনএ, ঢাকা: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। পাশাপাশি জামায়াত সমাবেশের প্রস্তুতি নিচ্ছে আরামবাগে। এরই মধ্যে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে কাকরাইল।

শনিবার বেলা ১১টায় হেয়ার রোডে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) এবং প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এতে পিকআপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কাকরাইলে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে গাড়িগুলো সরিয়ে নিয়েছি৷

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ