বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর হালিশহরে কাঁচাবাজার সংলগ্ন এলাকার একটি দোকানে সিলিন্ডার বিস্ফোরণে মো. মুহিন (২৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মো. মুহিন ছোটপুল দেওয়ান হালী মসজিদ সংলগ্ন এলাকার মো. শাহীনের ছেলে।
হালিশহর থানার উপ-পরিদর্শক মো. ইমাম খবরটি নিশ্চিত করে জানান, হালিশহরে এক দোকানে সিলিন্ডার বিস্ফোরণে ওই যুবক দগ্ধ হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বার্ন ইউনিটে ভর্তি করে দেন।
বিএনএনিউজ/এইচ.এম।