বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আনোয়ারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলার ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম খান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, সোনালী ব্যাংক পটিয়া অঞ্চলের ডিজিএম খন্দকার মাহাজারুল কবীর, আনোয়ারা সোনালী ব্যাংক এর ম্যানেজার তারেক হাসান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডর মোঃ হান্নান, ফরিদুল আলম চৌধুরী প্রমূখ।
বিএনএ/ এনামুল হক নাবিদ, ওজি