23 C
আবহাওয়া
৪:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নির্যাতন-নিপীড়ন করে কোন সরকারই টিকতে পারেনি: মির্জা ফখরুল

নির্যাতন-নিপীড়ন করে কোন সরকারই টিকতে পারেনি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল

বিএনএ ঢাকা: হামলা-মামলা-গ্রেফতার করে আন্দোলন থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্যাতন-নিপীড়ন করে কোন সরকারই টিকতে পারেনি-জানিয়ে তিনি বলেন, এই সরকারও টিকতে পারবেনা।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব আরও বলেন, আন্দোলন ও পতনের ভয়ে ভীত বর্তমান  সরকার দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পর্যুদস্ত করার ষড়যন্ত্র করছে। পুলিশ ও দলীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর এবং তাদের বাড়ি-ঘরে হামলা চালাচ্ছে।

বিবৃতিতে তিনি বলেন, বিনা কারণে সোমবার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের মিছিলে পুলিশ হামলা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অন্যায়ভাবে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

এছাড়া, নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলার ২নম্বর নদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সোনাইমুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ