বিএনএ, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই।তারা জন্মনিবন্ধন সনদ দিয়ে করোনার ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ বিভাগ সূত্র গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ওই সূত্র থেকে আরও জানা যায়, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েব লিংক ব্যবহার করে করোনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারবেন। যেসব শিক্ষার্থীরা এন আইডি জটিলতায় এখনো ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেনি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/ রুকন, আমিন