29 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » আওয়ামী লীগের প্রচারণা চলবে যুক্তরাষ্ট্র থেকে!

আওয়ামী লীগের প্রচারণা চলবে যুক্তরাষ্ট্র থেকে!

awameleauge

বিএনএ ডেস্ক: সরকার পতনের পর কিছুদিন নিশ্চুপ থেকে ফের সক্রিয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে এখন তুলে ধরা হচ্ছে দলীয় নানা কর্মযজ্ঞ। এবার এসেছে নতুন ঘোষণা। যা থেকে অনুমান করা যায়, আওয়ামী লীগের সামাজিক মাধ্যমের প্রচার-প্রচারণা এবার পরিচালিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে।

বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সকল কর্মযজ্ঞ কেন্দ্রে জানাতে আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর ছিল। যা বাংলাদেশের গ্রামীণফোন কোম্পানির। এই নম্বরেই হোয়াটসঅ্যাপে দলীয় কার্যক্রম কেন্দ্রে পাঠাতেন নেতাকর্মীরা। আর সেই কর্মযজ্ঞ তুলে ধরা হতো আওয়ামী লীগের ফেসবুক পেজে।

মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ জানিয়েছে, তাদের সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি পরিবর্তন করা হয়েছে।

নতুন নম্বর দেওয়া হয়েছে- +1(917)5699327। মোবাইল ফোন নম্বরটির কোড বলছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সিমকার্ড।

আওয়ামী লীগের ফেসবুক পেজে বুধবার এক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল WhatsApp +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য প্রেরণের অনুরোধ করছি।’

সম্প্রতি মাঠ থেকে উধাও হলেও ফেসবুকে সক্রিয় আছে আওয়ামী লীগ। তার তাদের সকল প্রতিবাদ, বিজ্ঞপ্তিও আসছে দেশের বাইরের বিভিন্ন শাখা থেকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ