25 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » শার্শায় পুলিশের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা

শার্শায় পুলিশের আয়োজনে শোক দিবসের আলোচনা সভা


বিএনএ,  শার্শা: যশোরের শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) বিকেলে শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ‍্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আকিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, সহকারি পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুর হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, বেনাপোল পৌরসভার মেয়র মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএ/সোহাগ, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ