25 C
আবহাওয়া
৩:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » স্কুলে ‘বোরকা’ নিষিদ্ধ হচ্ছে ফ্রান্সে

স্কুলে ‘বোরকা’ নিষিদ্ধ হচ্ছে ফ্রান্সে

France to ban female students from wearing abayas in state schools

বিশ্বডেস্ক:  ফ্রান্সের সরকারি স্কুলগুলোতে বোরকা(the abaya) পরা নিয়ে কয়েক মাস বিতর্কের পরে শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আটাল বলেছেন, ‘স্কুলে আর বোরকা পরতে দেয়া সম্ভব হবে না।’ তিনি ৪ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী নতুন ক্লাস শুরুর আগে স্কুল প্রধানদের উদ্দেশ্যে বলেন, ‘জাতীয় পর্যায়ে সুস্পষ্ট নীতি’ প্রণয়ন করা হবে। খবর আল জাজিরা, বিবিসি।

স্কুলে বোরকা পরার বিষয়টি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বোরকা পরা নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে শিক্ষামন্ত্রী ওই ঘোষণা দিলেন। শিক্ষামন্ত্রীর এ ঘোষণার পর দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে বেড়েছে আরও উত্তেজনা।

টিএফএল ১- টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে মন্ত্রী মন্তব্য করেন, বোরকা শিক্ষার ক্ষেত্রে ফ্রান্সের কঠোর ধর্মনিরপেক্ষ আইন লঙ্ঘন করছে।

এদিকে নিষেধাজ্ঞা সম্পর্কে বামপন্থীরা ‘নাগরিক স্বাধীনতা লঙ্ঘন করবে’ বলে যুক্তি দেখালেও ডান এবং অতি-ডানরা এই নিষেধাজ্ঞার জন্য সরকারকে চাপ দিয়ে চলেছে।

বিএনএনিউজ২৪, জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ