21 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১

হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১

হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে নিহত ১

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর  হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে  আব্দুল খালেক (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর স্ত্রী।

রোববার (২৮ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে বন্দর থানার  দক্ষিণ মধ্যম হালিশহরের ধুপপুল এলাকার একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি জানান, গতরাতে অগ্নিদগ্ধ দুইজনকে হাসপাতালে আনা হলে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুল খালেক নামের একজনের মৃত্যু হয়েছে।  আনোয়ারা বেগম নামের আরও একজন চিকিৎসাধীন আছে।

বন্দর ফায়ার স্টেশন সূত্রে জানা যায়,  রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  প্রাথমিক অনুসন্ধানে গ্যাস লাইন বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিএনএ/ওজি

 

Loading


শিরোনাম বিএনএ