19 C
আবহাওয়া
১:১৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » করোনা:গাজীপুরে একদিনে ৩ মৃত্যু

করোনা:গাজীপুরে একদিনে ৩ মৃত্যু


বিএনএ, গাজীপুর : গাজীপুরে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১১ নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন ৩ জনসহ এ পর্যন্ত জেলায় ৪৬২ জন মৃত্যু বরণ করেছে এবং সুস্থ হয়েছে ২১ হাজার ৫৭৫ জন।

শনিবার(২৮আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ খায়রুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় নতুন শনাক্তদের মধ্যে গাজীপুর (মহানগর) সদরে ২৮ জন, কালীগঞ্জে ৪ জন, কালিয়াকৈরে ১ জন, কাপাসিয়ায় ৬ জন এবং শ্রীপুরে ১০ জন।

সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ১ লাখ ২১ হাজার ৩৭৬ নমুনা পরীক্ষা করে ২৩ হাজার ১৫৮ জনের করোনা ভাইরাসের পজিটিভ শনাক্ত করা হয়েছে । এর মধ্যে গাজীপুর সদরে ১৩ হাজার ৯৫৪ জন, কালীগঞ্জে ১ হজার ৬৮২ জন, কালিয়াকৈরে ২ হাজার ২৪৩ জন, কাপাসিয়ায় ২ হাজার ২৪১ জন ও শ্রীপুরে ৩ হাজার ৩৮ জন আক্রান্ত হয়েছে।

বিএনএ/এম.এস. রুকন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ