24 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে ৪র্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত

জাবিতে ৪র্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত

জাবিতে ৪র্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত

বিএনএ, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুইদিন ব্যাপি চতুর্থ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এবারের বিষয় ছিল “নিউজ মিডিয়া ইন বাংলাদেশ আন্ডার কোভিড-১৯: রুল অব স্টেট এন্ড মিডিয়া এডুকেটরস”।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন এ কনফারেন্সে।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এবং জার্মানির ডয়চেভেলে একাডেমির (ডিডব্লিউ একাডেমি) যৌথ উদ্যোগে এ নেটওয়ার্কিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজন শেষ হয়। এরআগে শুক্রবার (২৭ আগস্ট) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে এ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান, ডয়চেভেলে একাডেমির এশিয়া ও ইউরোপের বিভাগীয় প্রধান মাইকেল কারহাউসেন এবং জাবি সাংবাদিকতা বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।

এসময় কনফারেন্সের আহ্বায়ক ও জাবি সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ, সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল, সুমাইয়া শিফাত, সালমা আহমেদ, নিশাত পারভেজ, প্রভাষক মৃধা মো.শিবলী নোমান ও সালমা সাবিহাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক।

এবারের কনফারেন্সে করোনার সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সমাধান, ডিজিটাল জার্নালিজমের ব্যবহার, সাংবাদিকদের নিরাপত্তা, চাকরি নিশ্চয়তা ও সম্পাদক-গণমাধ্যম শিক্ষাবিদের ভূমিকা এবং গণমাধ্যম গবেষণা বিষয়ে চারটি সেশনে আলোচনা হয়। এসব বিষয়ে দেশের জনপ্রিয় সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের স্বনামধন্য সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা কথা বলেন।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ