18 C
আবহাওয়া
১১:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে।শনিবার (২৮ আগষ্ট) সকাল ১১ টার দিকে উপজেলার ইউনিয়নের অলহরী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

মৃতরা হলেন, উপজেলার মঠবাড়ি ইউনিয়নের অলহরী গ্রামের বাসিন্দা মো. উজ্জল মিয়ার কন‍্যা মেয়ে তাইয়েবা (৫) ও অপরজন একই উপজেলার বগার বাজার এলাকার রাকিবুল ইসলামের কন‍্যা রিমি আক্তার (৬)।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মো: মাইন উদ্দিন বলেন, মৃত রিমি সম্পর্কে তাইয়েবার খালাতো বোন হয়। ঘটনার দিন সকালে রিমি তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। পরে সকাল ১১টার দিকে পরিবারের সদস‍্যদের দৃষ্টি অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে ওই দুই শিশু ডুবে যায়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ