20 C
আবহাওয়া
১:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

মমেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৬ জনের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আট জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার (২৮ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া তিন জনই ময়মনসিংহের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া চার জনের মধ্যে চার জনের বাড়ি ময়মনসিংহে ও একজনের নেত্রকোণায়।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। শনিবার সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৭৪ জন।

ডা. মহিউদ্দিন জানান, ১৭ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ৪১৯টি নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার ১০ জন, নান্দাইলের একজন, ঈশ্বরগঞ্জের একজন, গৌরীপুরের তিন জন, ফুলপুরের তিন জন, হালুয়াঘাট উপজেলার একজন, মুক্তাগাছার চার জন এবং ১৯ জন ভালুকা উপজেলার বাসিন্দা।

বিএনএনিউজ২৪/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ