18 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » বরিশালে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বরিশালে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতকানিয়ায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনএ, বরিশাল: বরিশালের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. রানা মিয়া শাকিল (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) নগরীর পোর্ট রোডস্থ হোটেল সি- প্যালেস এর তৃতীয় তলার ২০৯ নং কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল ম্যানেজার জানান, মৃত শাকিল একজন ফল ব্যবসায়ী। তিনি ২৪ জুলাই থেকে এই হোটেলে উঠেন এবং অদ্যাবধি অবস্থান করছিলেন। শাকিলের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানায়।

মৃত শাকিলের মামা মো. জামাল তার ভাগ্নেকে একাধিকবার ফোন করে, তাকে ফোনে না পেয়ে হোটেলের নিচে অবস্থিত ভূঁইয়া বাণিজ্যালয়ের লেবার মো. আসলামকে ফোন করে খোঁজ নেওয়ার জন্য বলে। পরে আসলাম হোটেলের রুমের দরজায়। ধাক্কাধাক্কি করে কোন সাড়া শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজারকে অবহিত করলে হোটেল ম্যানেজার তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দিলে কোতোয়ালী থানা পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। যুবকের মরদেহ বর্তমানে শেবাচিম হাসপাতালের মর্গে রয়েছে।

বিএনএ/সাইয়েদ, এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ