19 C
আবহাওয়া
৩:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গলায় ফাঁস দিয়ে তৃতীয় লিঙ্গের আত্মহত্যা

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে তৃতীয় লিঙ্গের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা: রাজধানীর ওয়ারীতে অন্তর ইসলাম (২২) নামে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে গোপীবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে তৃতীয় লিঙ্গের সই নাদিম বলেন, ওয়ারী এলাকায় ভাড়া বাসায় অন্তর গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে থাকে। বাড়িওয়ালার সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে বিকেল দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাদিম আরও জানান, কী কারণে গলায় ফাঁসি দিয়ে অন্তর আত্মহত্যা করেছে সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ওয়ারী থেকে গলায় ফাঁস দেওয়া অন্তর ইসলাম নামে তৃতীয় লিঙ্গের একজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ