21 C
আবহাওয়া
১১:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীতে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানী

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে পিকআপের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক নারীর মারা গেছেন।বৃহস্পতিবার (২৮জুলাই) বিকেল ৪টার দিকে মাতুয়াইল মেডিকেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা লেগুনা চালক আমান রিফাত জানান, বিকেলে মাতুয়াইল সংলগ্ন ইউলুপে আহত অবস্থায় পড়েছিল।তখন স্থানীয় লোকজন দেখতে পেয়ে ওই নারীকে তার লেগুনায় তুলিয়ে দেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে ওই নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিফাত আরও জানান, ঘটনাস্থলের লোকজন বলেছেন একটি পিকআপভ্যান ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই নারীর পরনে একটি প্রিন্টের শাড়ি রয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ