20 C
আবহাওয়া
১১:১০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ পাওয়ার প্ল্যান্ট দখল করেছে রুশ বাহিনী

ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ পাওয়ার প্ল্যান্ট দখল করেছে রুশ বাহিনী


বিএনএ, বিশ্বডেস্ক: ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট রুশ সেনারা দখল করেছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ। বুধবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি এমনটি জানান।

আরেস্টোভিচের মতে, রাশিয়া কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থায় চলে যাচ্ছে। তারা গুরুত্বপূর্ণ পূর্ব দোনেৎস্ক শিল্প অঞ্চলে ইউক্রেনের শক্তি দুর্বল করার জন্য কৌশলগত আক্রমণ ব্যবহার করছে।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব অলেক্সি ড্যানিলভ একটি টুইট বার্তায় বলেন, রাশিয়া খেরসনের দিকে সর্বোচ্চ সংখ্যক সৈন্য মোতায়েন করেছে। পাশাপাশি মেলিতোপল এবং জাপোরিঝিয়াতেও সেনা বাড়াচ্ছে তারা।

গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ শুরু করে। প্রায় পাঁচ মাস শেষের দিকে, তবে যুদ্ধ এখনো শেষ হয়নি। এই যুদ্ধে রাশিয়া শক্ত অবস্থানে আছে। তবে ক্ষতি হয়েছে ইউক্রেনের। তাদের যুদ্ধে অনেক শহর ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ হতাহত হয়েছেন। দেশ ছেড়ে পালিয়েছেন প্রায় ৬০ লাখ মানুষ। এখনো যুদ্ধ চলছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ