22 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় ঈদগাহে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা : ডিএমপি কমিশনার

জাতীয় ঈদগাহে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা : ডিএমপি কমিশনার


বিএনএ, ঢাকা: জাতীয় ঈদগাহে এবারও ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে মন্ত্রী-এমপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। এজন্য জাতীয় ঈদগাহ ঘিরে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

বুধবার (২৮ জুন) সকাল ১০টায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদুল আজহা আগামীকাল শুরু হতে যাচ্ছে। ঢাকায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজে অংশগ্রহণ করবেন। জাতীয় ঈদগাহে বৃষ্টির মধ্যেও নামাজের কোনো সমস্যা হবে না।

নিরাপত্তা প্রসঙ্গে খন্দকার গোলাম ফারুক বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ভালো করে পুলিশ দায়িত্ব পালন করবে। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তার স্বার্থে চেক করে প্রবেশ করতে দেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গি হামলার আশঙ্কা থাকলে সিটিটিসি প্রস্তুত থাকবে। তবে এখন পর্যন্ত জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমাদের সিটিটিসি, সাইবার ইউনিট কাজ করছে। কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা থাকলে তারা ব্যবস্থা নিবে।

ফাঁকা ঢাকার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। আমাদের মোবাইল টিম বাসাবাড়ির গার্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে। কোনো ধরনের সমস্যা দেখলেই তারা যেন আমাদের অবহিত করেন তা জানানো হয়েছে।

এবারের ঈদের জামাতে ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া খারাপ হওয়ায় বৃষ্টি থেকে বাঁচতে সবাইকে সঙ্গে ছাতা নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ