বিএনএ,ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিষাক্ত সাপের কামড়ে শামসুল হক (৬৫) নামে এক বুদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) বিকালে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের গোপীনাথপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শামসুল হক ওই এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, শামসুল হক খুব গরিব মানুষ। ঘটনার দিন সোমবার বিকালে শামসুল হক তার গরুর গোয়াল ঘরে দেয়ার জন্য বাড়ির পাশের একটি ঝোঁপের নিচে রাখা ইট আনতে যায়। সেখান থেকে ইট আনার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। এসময় শামসুল হক সাপে কামড় দিয়েছে বলে চিৎকার দিলে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শামসুল হক মারা যায়। পরে সকালের দিকে মরদেহ বাড়িতে নিয়ে আসে।
ইউপি সদস্য আব্দুল হালিম আরও বলেন, শামসুল হককে গোখরা সাপ কামড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া হাসপাতাল থেকে চিকিৎসকরা জানিয়েছেন বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।
বিএনএনিউজ২৪.কম/হামিমুর রহমান/এনএএম