25 C
আবহাওয়া
৫:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » জাবি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাবি কুরআন পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিএনএ,জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত হয় ‘কুরআনের অনুবাদ তিলাওয়াত প্রতিযোগিতা – ২০২২’ এর পুরস্কার বিতরণী ও আলোচনা সভা। সোমবার (২৭ জুন) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কুরআন অনুবাদ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতার আয়োজন ও উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বঙ্গানুবাদসহ কোরআন ও রাসুল (সা.) এর সিরাত গ্রন্থ প্রদান করা হয়।

এ সময় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লা হেল বাকি বলেন, ‘আমরা কিছুদিনের মধ্যে হারাম মাসে প্রবেশ করবো। এ সময় কুরআন পাঠ প্রতিযোগীতা আমার অনেক সুন্দর একটি আয়োজন। আমি আমার অন্তর থেকে এ পোগ্রামে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার জীবনকালে এত অডিয়েন্স (দর্শক) কোনো প্রোগ্রামে আনতে পারিনি।

কুরআন সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের বুঝতে হবে কুরআন কী? এটার উত্তর জানতে হলে কুরআনে দেখতে হবে কুরআন কী বলে।কুরআন না দেখে অন্য কিছু দেখলে ইউ উইল বি মিসগাইডেপ (আপনি পথ ভ্রষ্ট হবেন)। কুরআন মানুষের প্রয়োজন। মানুষ সৃষ্টির সেরা। মানুষের জীবনের সজ্ঞা দিতে পারে না তাহলে তারা আমাদের জীবন ঘঠনের ফর্মুলা দিবে কীভাবে। কিন্তু কুরআন সুস্পষ্ট ভাবে আমাদের সে সজ্ঞা দিয়েছে।’

কুরআন পাঠ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি কুরআনকে গ্রহণ না করি তাহলে জীবনের অর্থই বুঝবো না। জীবনের অর্থ সঠিকভাবে উপলব্ধি করতে হলে কুরআনের কাছে ফিরে যান। প্রতিদিন অন্তত দুটি লাইন বাংলা অর্থ সহ পড়ার চেষ্টা করুন। কোনআনকে বুঝার চেষ্টা করুন।’

এসময় প্রধান অতিথির বক্তব্যে ‘আলোকিত জ্ঞানী’ অনুষ্ঠানের উপস্থাপক হাফেজ মুফতি সাইফুল ইসলাম বলেন, ‘আল্লাহ কুরআনকে সহজ করে নাজিল করেছেন। মুসলমান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়তে গেলে কুরআন অধ্যয়নের বিকল্প নেই৷ তবে কুরআনের সকল কথাই যে আমরা বুঝবো তা নয়।

তিনি বলেন, ‘কিছু জটিল বিষয় থাকবে যা বুঝার জন্য অনুবাদ ও হাদিস পড়তে হবে৷ আর পুরোপুরিভাবে কুরআানকে বুঝতে হলে রাসূল (সা.) কে বুঝতে হবে। ধ্যানে-জ্ঞানে তাকে স্মরণ করতে হবে। তাহলে কুরআন বুঝা সহজ হবে।’

বিএনএনিউজ২৪.কম/সানভীর/এনএএম

Loading


শিরোনাম বিএনএ