স্পোর্টস ডেস্ক: অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টির মহাআসর বিশ্বকাপ। এই টুর্নামেন্ট সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে ক্রিকেট নিউজিল্যান্ড। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানকে চেয়েছিল কিউইরা। এবার সেই সিরিজের সূচি প্রকাশ করল কেন উইলিয়ামসনদের ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ আগেই সম্মত হয়েছিল, তবে সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থাকায় কিছুটা দোটানায় ছিল পাকিস্তান। সেই সিরিজের সূচি নিশ্চিত হওয়ার পরই গত ২৬ জুন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান রমিজ রাজা ত্রিদেশীয় সিরিজে বাবর আজমদের অংশগ্রহণ নিশ্চিত করেন।
ডাবল হেডার ফরম্যাটে অনুষ্ঠিত হবে সিরিজটি। প্রথম পর্বে তিন দলই একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৯ টায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে এই ত্রিদেশীয় সিরিজ। ১০ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে টাইগাররা।
এরপর ১৩ ও ১৪ অক্টোবর যথাক্রমে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফাইনাল হবে ১৫ অক্টোবর। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।
ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ – পাকিস্তান (৮ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড – পাকিস্তান (৯ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড – বাংলাদেশ (১০ অক্টোবর, দুপুর ১টা)
নিউজিল্যান্ড – পাকিস্তান (১২ অক্টোবর, সকাল ৯টা)
নিউজিল্যান্ড – বাংলাদেশ (১৩ অক্টোবর, সকাল ৯টা)
বাংলাদেশ – পাকিস্তান (১৪ অক্টোবর, সকাল ৯টা)
ফাইনাল (১৫ অক্টোবর, সকাল ৯টা)
বিএনএনিউজ২৪/ এমএইচ