বিএনএ, চট্টগ্রাম : আশির দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানাকে দুটি পৃথক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুন) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি পৃথক দুটি রায়ে এ দণ্ডাদেশ দেন। তবে রায় ঘোষণার সময় শিল্পী আবদুল মান্নান রানা আদালতে ছিলেন না।
বাদীপক্ষের আইনজীবী তপন কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সঙ্গীতশিল্পী ও ব্যবসায়ী আবদুল মান্নান রানা তার ভগ্নিপতি আবদুল্লাহ আল হারুনের কাছ থেকে টাকা নেন । পরে টাকা পরিশোধ না করে দুটি চেক দিয়ে তার সঙ্গে প্রতারণা করেন। এরপর ২০১৪ সালে ব্যবসায়ী হারুন তার বিরুদ্ধে দুটি চেক প্রতারণা মামলা করেন। সেই দুই মামলার রায় ঘোষণা করেন আদালত।
তিনি আরও বলেন, চেক প্রতারণার দুই মামলায় এক বছর করে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রায় ২ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
পলাতক আব্দুল মান্নান রানার বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বলে জানিয়েছেন আইনজীবী তপন কুমার দাশ।
বিএনএনিউজ/এইচ.এম।